আন্তজাতিক ডেস্ক : আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের গাজায় দ্বৈত নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এমন আহ্বান জানান তিনি। খবর ডেইলি সাবাহর।
গুতরেস বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের মূল নীতি হল বেসামরিক নাগরিকদের সুরক্ষা। আমাদের অবশ্যই দ্বৈত নীতি পরিহার করে ইউক্রেনের মত গাজাতেও একই নীতি মেনে চলতে হবে।’
জাতিসংঘ মহাসচিব ইইউ নেতাদের জাতিসংঘের চার্টার এবং আন্তর্জাতিক আইনে অন্তর্ভুক্ত মানগুলোর প্রতি তাদের সম্মান বজায় রাখা এবং সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন। এদিকে ইইউর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল সাংবাদিকদের বলেন,’গাজায় আজ যা ঘটছে তা কোন মানবিক সংকট নয় এটি মানবতার ব্যর্থতা।’
উল্লেখ্য, গাজায় গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আর এই অঞ্চলে আহত হয়েছেন প্রায় ৭৪ হাজার ২০০ জন মানুষ।
Leave a Reply