নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ চৌদ্দগ্রাম ছাত্র ফোরাম ঢাকা (সি.এস.এফ) এর উদ্যোগে ইফতার মাহফিল ও প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত চৌদ্দগ্রামের বহু ছাত্র ও ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল চৌদ্দগ্রামের এক মিলনমেলায় পরিনত হয়।
ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফোরাম (সি.এস.এফ) এর সভাপতি আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান মামুনের-এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম কলেজের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী মো: সাহাবুদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারী বিশিষ্ট ব্যাবসায়ী আইয়ুব আলী ফরায়েজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাবিল হজ্ব গ্রুপের চেয়ারম্যান হাজী আবু ইউসুফ, সাবেক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর জি.এস সানাউল্লাহ মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সি.এস.এফ এর সভাপতি আব্দুর রহিম মজুমদার ও সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল। আরো উপস্থিত ছিলেন সাবেক পরিচালক ও বর্তমান স্কলার্স ফোরাম ঢাকা এর পরিচালন আলাউদ্দিন আবির।
ইফতারের পূর্বে আরিফুল হাসান মামুন সভাপতি ও নাজমুল হক মাহাদি কে সাধারন সম্পাদক করে ২০২৪-২৫ সেশনের জন্য চৌদ্দগ্রাম ছাত্র ফোরাম ঢাকা (সি.এস.এফ) এর ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ছাত্র ফোরামের নির্বাচক আব্দুর রহিম মজুমদার।
Leave a Reply